বিনোদন ডেস্ক : ‘মন চাইলে আমি গরুর মাংস খাব। এজন্য আমাকে হত্যা করা উচিত নয়’ এমন কথা বলেছেন ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির জ্যেষ্ঠ সাংবাদিক বরখা দত্ত।
স্থানীয় সময় শুক্রবার জয়পুর সাহিত্য উতৎসবে (জেএলএফ) হিন্দুস্থান টাইমস সেশনে তিনি এসব কথা বলেন।
ভারতের লেখক শোভা দের ‘দ্য আনকোয়াইট ল্যান্ড’ বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে বরখা দত্ত বলেন, ‘গরু নিয়ে রাজনীতির কারণে আগামীতে মোদি হারবে। এমনটি আমি মনে করি না’।
শোভা দের এক প্রশ্নের জবাবে বরখা বলেন, ‘কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মোদির বিকল্প নয়। অরবিন্দ কেজরিওয়াল তা-ই, যা রাহুল গান্ধী হতে চেয়েছিলেন। কিন্তু রাহুলের সেই সাহস নেই’।
বলিউড অভিনেতা শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করায় হতাশা ব্যাক্ত করেছেন বরখা দত্ত।
তিনি বলেন, আমি মনে করি, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শাহরুখ খানসহ অনেকের হারানোর কিছু নেই। তাই তাদের ঝুঁকি নেয়া এবং সমালোচনা মোকাবিলা করা উচিত’।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন