 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় স্কুলে বন্দুকধারীর মুহুর্মুহু গুলিতে মারা গেছে ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় আরো দুজন। প্রত্যন্ত সাসকাচেওয়ান অঞ্চলে লা লোকেতে হাইস্কুলে তাণ্ডব চালায় এক বন্দুকধারী।
ঘটনার পরই বন্ধ করে দেয়া হয় স্কুলটি। কানাডায় বন্দুক আইন বেশ কড়া। মার্কিন আইনের চেয়েও কঠোর নীতি মেনে চলা হয় দেশটিতে। তা সত্ত্বেও এ ঘটনায় হতভম্ব সবাই।
জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে পাওয়া বন্দুকটিও এখন পুলিশের হেফাজতে।
পুলিশের সন্দেহ, অভিযুক্তের বাড়ি থেকেই প্রথম ঝামেলা শুরু। সেখানেও গুলি চলেছে কিনা, কেউ হতাহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট করেনি পুলিশ।
জানা গেছে, এরপরই স্কুলে পৌঁছে গুলিবৃষ্টি শুরু করে বন্দুকধারী।  হত্যাকাণ্ডের মোটিভ কী তাও খোলাসা করেনি স্থানীয় পুলিশ প্রশাসন।         
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম