আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় ব্যাপক পরিমাণে খাবার নষ্ট করা হচ্ছে। সেখানে যে পরিমাণ খাবার নষ্ট হচ্ছে, তা দিয়ে ১৮টি উন্নয়নশীল দেশের ১৭ শতাংশ ক্ষুধার্ত শিশুকে খাওয়ানো যেত। সৌদি আরবের মক্কার স্থানীয় একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা 'আরব নিউজ'।
ওই দাতব্য সংস্থার মহাপরিচালক আহমেদ আল-মাতরাফি বলেছেন, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে ৪৮ লাখ শিশু ঠিকমতো খেতে পাচ্ছে না। তাদের খাওয়ানো যেত নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো।
মাতরাফির ভাষ্য, মক্কার প্রতিটি বিয়ের অনুষ্ঠানে গড়ে কমপক্ষে ২৫০ জন মানুষের খাবার বাড়তি থাকছে। তিনি বলেন, ছুটির দিনগুলোতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বেড়ে যাওয়া খাবার দিয়ে ২৪ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে।
আল-মাতরাফি বলেন, ছুটির দিনগুলোতে মক্কার ১২০টির মধ্যে ৬০টি হলে যাওয়া হয়েছিল। সেগুলোতে কি পরিমাণ খাবার নষ্ট হচ্ছে, তার সঠিক কোনো তথ্য নেই। তবে আল-মাতরাফির সংস্থাটির নাম উল্লেখ করেনি 'আরব নিউজ' পত্রিকা।-রেডিও তেহরান।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই