 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার পূর্ব উপকূলে প্রবল তুষার ঝড়, সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। বিপর্যস্ত হয়ে পরছে সেখানকার জনজীবন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যাটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ টি প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
তুষার ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, টেনেসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক এবং কেনটাকি ও ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটনের রাস্তায় বরফ জমে ডাকা পড়ে গিয়েছে। এই প্রবল তুষারঝড়কে আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম ‘স্নোজিলা’-বলে উল্লেখ করেছে।
সূত্রের খবর, তুষার ঝড়ের কারণে প্রায় ৮০০ টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে ভার্জিনিয়ায়। বহু এলাকাতেই জমে রয়েছে স্তুপীকৃত বরফ। লক্ষাধিক বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাতিল করে দেয়া হয়েছে প্রায় ৬০০০-এরও বেশি প্লাইট। তবে অনে দেরিকরে হলেও উড়তে পেরে ৪৫০০ টি বিমান।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রবল তুষারপাত, সেইসঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। ওয়াশিংটনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ওয়াশিংটন ডিসি-র মেয়র মিরিয়েল ই বাওসার জানিয়েছেন, জীবন-মৃত্যুর মাঝখানে রয়েছে সেখানকার বাসিন্দারা।
রাস্তা বরফমুক্ত করতে বহু কর্মী নিয়োগ করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে প্রচুর লবনের ট্রাকও। তবে এই পরিস্থিতি বেশ কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই