আন্তর্জাতিক ডেস্ক : নেতাজির জন্মদিনে ভারতের আকাশে উড়ল সবচেয়ে বড় জাতীয় পতাকা। কোটি টাকার এই প্রকল্পে তৈরি হয়েছে বিশেষ ফ্ল্যাগপোল যার উচ্চতা ২৯৩ ফুট। ভারতের ঝাড়খন্ডের রাজধানি রাঁচির আকাশে উড়ল এযাবৎ কালের সবচেয়ে বড় জাতীয় পতাকা।
শনিবার নেতাজির জন্মদিনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর উত্তোলন করলেন এই পতাকা। এই বিশাল পতাকাটি ৯৯ ফুট চওড়া ও উচ্চতায় ৬৬ ফুট। পতাকাটি উত্তোলন করা হয়েছে যে ফ্ল্যাগপোস্টটিতে তার উচ্চতা ২৯৩ ফুট।
এই গোটা প্রকল্পটির জন্য খরচ হয়েছে ১.২৫ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র পতাকাটির জন্য খরচ হয়েছে ৪৪ লক্ষ। নতুন এই পতাকাটি ভেঙে দিল ফরিদাবাদের ৯৬x৬৪ ফুটের জাতীয় পতাকার রেকর্ড। ২৫০ ফুট ফ্ল্যাগপোস্টে উত্তোলন হয় সেই পতাকার।
এই সর্ববৃহৎ জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছে রাঁচির পাহাড়ি টেম্পলে। উপস্থিত ছিলেন ঝাড়খন্ডের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি