শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১১:৪৯:৪১

৫ ফুট লম্বা কুমির বের করা হলো অজগরের পেট থেকে!

৫ ফুট লম্বা কুমির বের করা হলো অজগরের পেট থেকে!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৮ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগরের পেট থেকে পাঁচ ফুট লম্বা এলিগেটর (কুমিরজাতীয় প্রাণী) বের করা হয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও শেয়ার করেছেন ভূবিজ্ঞানী রোজি মোর।  

এক কোটিরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, অজগরটির পেট বেশ ফুলে আছে। বড় ধরনের কিছু একটা গিলে ফেলায় নড়াচড়া করতে পারছিল না সরীসৃপ প্রাণীটি। এর পেটে কী আছে, তা দেখতে কৌতূহলী হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার জলার বন এভারগ্লেডস জাতীয় উদ্যানের কর্মীরা বার্মিজ অজগরটিকে ধরেন। পরে ময়নাতদন্ত করে অজগরের পেটের ভেতর থেকে পাঁচ ফুট লম্বা একটি এলিগেটর বের করেন তারা। কুমিরের মতো দেখতে প্রাণীটির মুখের গড়ন কিছুটা আলাদা।

একেকটি বার্মিজ অজগর আকারে ২০ ফুটেরও বেশি লম্বা হতে পারে। ফ্লোরিডার এভারগ্লেডসে বিদেশ থেকে আসা এই অজগরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে এ অজগর।  

এভারগ্লেডসে বার্মিজ অজগরের আনুমানিক সংখ্যা এক লাখেরও বেশি। একসময় শখের পোষা প্রাণী হিসেবে বার্মিজ অজগর ফ্লোরিডায় আনা হয়েছিল। কিন্তু সত্তরের দশকে অনেকেই অজগরগুলো জঙ্গলে ছেড়ে দিতে শুরু করেন। এর পর থেকে দ্রুতগতিতে বেড়েছে তাদের সংখ্যা। বর্তমানে সেই অজগরই স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে