 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ সতর্কতা জারি করে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আইন শৃঙাখলা বাহিনীর জোর তৎপরতায় বিভিন্ন প্রান্তে ধড়পাকড় চলছে। তার মধ্যেই নতুন করে হামলার হুমকি দিয়ে ভারতের মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি হল। শনিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে ফোন দিয়ে এই হুমকি দেয়া হয়েছে।
বিমানবন্দরে এক অফিসার জানিয়েছেন, বিকেল ৫ টার দিক একটি ফোন আসে। ২ ফেব্রুয়ারির আগে বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। হিন্দিতে কথা বলছিল ওই ব্যক্তি। নম্বরটি এখনও চিহ্নিত করা যায়নি।
পুলিশ কল রেকর্ড খতিয়ে দেখছে। এবিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ। হুমকি দাতাকেও চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে কোনও তথ্য দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ ও মুম্বাই পুলিশ।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস