শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ০৮:০৬:৩৮

১০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫ মহিলা!

১০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫ মহিলা!

আন্তর্জাতিক ডেস্ক: কোচবিহার থেকে মুর্শিদাবাদ ও নদিয়ায় বিপুল পরিমাণ গাঁ'জা পা'চার করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশের হাতে ১০৮ কেজি গাঁ'জাসহ গ্রেফতার ৫ মহিলা ও ৫ পুরুষ। শুক্রবার ধৃ'তদের বহরমপুর এনডিপিএস কোর্টে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সাগরদিঘী থানা গোপন সূত্রে খবর পায় উত্তরবঙ্গ থেকে গাঁজার একটি বড় ক'নসা'ইনমে'ন্ট দক্ষিণবঙ্গে যাচ্ছে। এরপরই শেখদিঘীর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে পুলিশ নাকা ত'ল্লা'শি শুরু করে। ত'ল্লা'শি চালানোর সময়ই দশ জনের একটি দলকে স'ন্দে'হজনকভাবে ঘো'রাঘু'রি করতে দেখা যায়।

এরপর তাদের আ'টক করে সঙ্গে থাকা ব্যাগে ত'ল্লা'শি চালাতেই উ'দ্ধার হয় ১০৮ কেজি গাঁ'জা। ধৃ'ত ১০ জনের মধ্যে ৯ জনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। একজনের বাড়ি নদিয়া জেলার পলাশী থানা এলাকায়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃ'তরা কোচবিহার জেলা থেকে ওই গাঁ'জা নিয়ে এসে বেলডাঙা এবং পলাশীতে যাওয়ার পরিকল্পনা করেছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে