রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১০:০০:০২

এক বিরল প্রজাতির কবুতরের সন্ধান!

এক বিরল প্রজাতির কবুতরের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক : ১৪০ বছর পর পাপুয়া নিউগিনিতে দেখা মিললো বিরল প্রজাতির এক পাখির। বিজ্ঞানীরা ধারণা করছিলেন, বহু বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ব্ল্যাক ন্যাপড পেজেন্ট পিজিয়ন নামের এই পাখিটি।

তবে মাসব্যাপী অনুসন্ধানে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জঙ্গলে দেখা মেলে কবুতরটির। দ্বীপজুড়ে অন্তত ২০টি ক্যামেরা বসিয়ে অবশেষে ক্যামেরাবন্দী হয় কবুতরটিকে। ঘাড় এবং পাখনায় থাকা কালো রংয়ের সাথে মিল রেখে প্রজাতিটির নাম রাখা হয় ‘ব্ল্যাক ন্যাপড পেজেন্ট পিজিয়ন’।

এই সন্ধানকে বিস্ময়কর বলে আখ্যা দিচ্ছেন গবেষকরা। গাছে নয় বরং মাটিতে গর্ত করে বসবাসকারে এই কবুতরটি। ২০১৮ সাল থেকে এর সন্ধানে চেষ্টা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সর্বশেষ ১৮শ’ ৮২ সালে দেখা গিয়েছিলো পাখিটিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে