আন্তর্জাতিক ডেস্ক : কখনও তাঁদের বলা হয় প্রতিবন্ধী। কখনওবা লেখা হয় বিকলাঙ্গ। সহানুভূতিশীল সমাজ কখনও আবার ভিনদেশী ভাষা ধার করে বলে ‘ডিফারেন্টলি অ্যাবেলড’। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতানুগতিক ধারায় ঞাটলেন না। তিনি অঙ্গহীনদের ‘বিকলাঙ্গ’র পরিবর্তে ‘দিব্যাঙ্গ’ বলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই নতুন শব্দচয়নে মুগ্ধ হয়েছেন দেশটির কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা তাঁর ফ্যানদের এই নতুন শব্দের কথা জানিয়েছেন তিনি৷
সম্প্রতি রেডিও বার্তায় নরেন্দ্র মোদি এই নতুন শব্দ ব্যবহারের আবেদন জানান। তাঁর অনুরোধ, যাঁরা অঙ্গহীন তাঁদের ‘বিকলাঙ্গ’ না বলে যেন ‘দিব্যাঙ্গ’ বলা হয়। অর্থাৎ অঙ্গহীনতার উপর জোর না দিয়ে, যেন না-দেখা বা অদৃশ্য অঙ্গ এরকমটিই ভাবা হয়। এ সমাজ যাতে প্রতিবন্ধীদের মর্যাদা ও সম্মানের জীবন দিতে পারে, সে কারণেই এ শব্দের ব্যবহার চান তিনি।
বিগ বি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভালোলাগার কথা জানিয়েছেন, সেইসঙ্গে শব্দটির অর্থও তাঁর মতো করে ব্যাখ্যা করে দিয়েছেন তাঁর দেশজোড়া ফ্যানদের কাছে৷ এমনকি হিন্দিতেও এ কথা লিখে পোস্ট করেছেন তিনি, যাতে সকলেই এই শব্দটি ব্যবহার সম্পর্কে প্রধানমন্ত্রীর ইচ্ছের কথা জানতে পারে।
সম্প্রতি ‘তিন’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। আগামী মে মাসে মুক্তি পাবে সে ছবি। এরমধ্যে ৪১ বছরের মাইলস্টোন ছুঁয়ে ফেলল তাঁর ব্লকবাস্টার ছবি ‘দিওয়ার’। সে নিয়েও নস্ট্যালজিক তিনি৷ ওবেরয় হোটেলে স্যুইটে শুটিং করার অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে টাটকা। ফ্যানরা যে আজও তাঁকে ‘অ্যাংরি ইংয়ম্যান’ বিজয় হিসেবে পছন্দ করে, তা জেনেও খুশি বিগ বি।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস