রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০২:৩৬:৪০

৩০০০ বছর আগের রাজার দাড়িতে হাত দিয়ে বিচারের মুখে ৮ কর্মকর্তা

৩০০০ বছর আগের রাজার দাড়িতে হাত দিয়ে বিচারের মুখে ৮ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশের দাড়ি খুলে বিচারের মুখে ৮ কর্মকর্তা। প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে যেসব পর্যটকরা আসেন তাদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু।

দেশটির গণমাধ্যম বলছে, তুতেন খামুনের সমাধি-মুখোশের দাড়ি খুলে আবার জোড়া তালি দেয়ার অভিযোগে মিশর জাদুঘরের ৮ জন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে ।

প্রায় একবছর আগে মিউজিয়াম কর্তৃপক্ষের নজরে পরে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সাথে মিল নেই।

অভিযুক্তরা দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্ব দেখাতে অপারগ হয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মিউজিয়ামের যারা তত্বাবধায়ন করেন তারা এই দাড়ি কিভাবে সরে গেল সেটা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

কেও কেও বলছেন এটা হঠাৎ করে খুলে যেতে পারে, আবার অনেকের মত এটা আলগা হয়ে পরলে সেটাকে সরিয়ে ফেলা হয়।

বিবিসি জানিয়েছে, বিচারকরা অবশ্য বলছেন যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকা দেয়ার চেষ্টা করেন।

বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সাথে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে