 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এক্সক্লুসিভ ডেস্ক : বিগত ২৫ বছরের মধ্যে তৃতীয় ভয়াবহ তুষার ঝড়ে দৃশ্যত চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। চলমান এই ঝড়ে যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে ৮ লাখ মানুষ বন্দি হয়ে পড়ছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, তুষারঝড়ে নিউ ইয়র্ক শহরের সেন্ট্রাল পার্ক ৬৩ দশমিক ৮ সেন্টিমিটার (২৫.১ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে এর আগেও ভয়াবহ বেশ কয়েকটি তুষারঝড় হয়েছে। এর মধ্য থেকে পাঁচ দানবীয় তুষারঝড়ের বিস্তারিত তুলে ধরা হল।
১. সর্ব প্রথমে আছে ২০০৬ সালের ১১-১২ ফেব্রুয়ারির তুষারঝড়। ওই তুষারঝড়ের সময় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক ৬৮.৩ সেন্টিমিটার (২৬.৯ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছিল।
২. দ্বিতীয় অবস্থানে আছে ১৯৪৭ সালের ২৬-২৭ ডিসেম্বরের তুষারঝড়। ওই ঝড়ে পার্কটি ৬৫.৫ সেন্টিমিটার (২৫.৮ ইঞ্চি) পুরু তুষারে ঢেকে গিয়েছিল।
 
৩. তৃতীয় অবস্থানে রয়েছে চলমান তুষারঝড়। একই পার্ক ৬৩.৮ সেন্টিমিটার (২৫.১ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছে।
৪. এর আগে তৃতীয় অবস্থানে থাকলেও বর্তমানে চতুর্থ নম্বারে রয়েছে ১৮৮৮ সালের মার্চের ১২-১৪ তারিখ পর্যন্ত স্থায়ী তুষারঝড়। ওই ঝড়ে সেন্টাল পার্ক ৫৩.৩ সেন্টিমিটার (২১ ইঞ্চি) পুরু তুষারের নিচে চাপা পড়েছিল।
৫. আগের তালিকায় চতুর্থ নম্বরে ছিল ২০১০ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির ঝড়। এতে সেন্টাল পার্কে ৫৩.১ সেন্টিমিটার (২০.৯ ইঞ্চি) উঁচু তুষার জমা হয়েছিল।
৬. ওই তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে তুষারঝড়টি হয়েছিল ১৯৯৬ সালের ৭-৮ জানুয়ারি। ওই সময় ৫১.৩ সেন্টিমিটার (২০.২ ইঞ্চি) পুরু তুষারের চাদর পার্কটিকে ঢেকে দিয়েছিল। এটি এখন ৬ নম্বরে অবস্থান করছে।
 
তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল স্থবির করে দেওয়া চলমান তুষারঝড়ে সবচেয়ে বেশি তুষারপাতের রেকর্ড হয়েছে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্লেনগ্যারিতে, এখানে ১০২ সেন্টিমিটারের (৪০ ইঞ্চি) রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস