আন্তর্জাতিক ডেস্ক : এবার অভিবাসীদের আদব শেখানোর উদ্যোগ নিয়েছে ইউরোপের একটি দেশ। দেশটিতে আসা অভিবাসীদের সামাজিক মূল্যবোধ এবং বিশেষ করে নারীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত সেটা শেখাতে ক্লাস নেয়া হচ্ছে।
সম্প্রতি নারী সংক্রান্ত বেশ কিছু ঘটনায় ফিনল্যান্ড সরকার উদ্বেগ প্রকাশ করে। তারা বলছে, খুব রক্ষণশীল সমাজ থেকে যারা ফিনল্যান্ডে যাচ্ছে তাদের জানা উচিত সেখানে অভিবাসীদের জন্য কি অপেক্ষা করছে।
তেমনি একটি ক্লাসে গিয়েছিলেন বিবিসির এমা জেন কিরবি। তিনি বর্ণনা করেছেন ক্লাসের শিক্ষক কিভাবে অভিবাসীদের সামাজিক মূল্যবোধ, নারীদের প্রতি আচরণ এবং একটি একদম নতুন সংস্কৃতির সমাজে তারা কিভাবে খাপ খাওয়াবে সেসব বিষয়ে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সহযোগিতায় ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত বছরের শেষের দিকে তিনজন আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। আর নতুন বছরে অনেকগুলো যৌন নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগিরা পুলিশকে জানিয়েছে হামলাকারীরা দেখতে মধ্য-প্রাচ্যের মানুষ বলে তাদের ধারণা।
২০১৫ সালে ফিনল্যান্ডে ৩২ হাজারের বেশি অভিবাসী প্রবেশ করেছে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস