রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৭:৩৭

ফ্রান্সে অারো ৩ মাস জরুরি অবস্থা চান প্রেসিডেন্ট

ফ্রান্সে অারো ৩ মাস জরুরি অবস্থা চান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা আরো তিন মাসের জন্য বাড়াতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এখনো সন্ত্রাসী হামলার হুমকি থাকায় আরো তিন মাসের জন্য জরুরি অবস্থা বাড়াতে তার সরকার সংসদে বিল আনবে বলে গতকাল (শুক্রবার) ওলাঁদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

আগামী ৩ ফেব্রুয়ারি ফরাসি আইন প্রণেতাদের চেম্বারে এই বিল উত্থাপন করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। গত ১৫ নভেম্বর প্যারিস ও এর আশপাশে সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওই হামলায় ১৩০ ব্যক্তি নিহত এবং ৩৫০ জন আহত হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

ফ্রান্সের রাজধানীতে প্রাথমিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। পরে আইন প্রণেতাদের তড়িৎ সিদ্ধান্তে এর মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়। বর্তমান জরুরি অবস্থা আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

জরুরি অবস্থা আইনের আওতায় ফরাসি কর্তৃপক্ষ কোনো বিচার ছাড়াই যে কাউকে তার বাসায় আটকে রাখতে এবং আদালতের অনুমোদন ছাড়াই ঘরবাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি যেকোনো সন্দেহজনক ওয়েবসাইট বন্ধ করে দিতে পারবে। এছাড়া, নতুন আইনের আওতায় যেকোনো সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং রাষ্ট্রের আইন শৃংখলার ওপর হুমকি সৃষ্টিকারী যেকোনো গোষ্ঠীকে নিরাপত্তা বাহিনী বিলুপ্ত করে দিতে পারবে।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে