আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পাকিস্তনের নিরাপত্তাবাহিনী। এদের মধ্যে একজন হামলাকারীদের সাহায্য করেছিল বলে জানিয়েছেন পাকিস্তান নিরাপত্তাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া।
চলতি মাসের ২০ জানুয়ারি বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা চালায় একদল জঙ্গি। ওই ঘটনায় ছাত্রছাত্রী ও শিক্ষকসহ প্রায় ২১জন এবং ৬ জঙ্গি নিহত হয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের আফগান সীমান্তের তরখুম অঞ্চল থেকে এই জঙ্গিরা এসেছিল। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে বোরখা পরে এসেছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। সেইকারণে বিভিন্ন পুলিশের চেকপয়েন্টে ভালো করে তল্লাশি করা হয়নি। সেই সুযোগই কাজে লাগিয়েছিল হামলা কারীরা। শনিবার এক সাংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই