 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : অসভ্য আচরণের অভিযোগে একসঙ্গে ৭০ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হল। এই কাজটি করেছে ভারতের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও অভিযুক্ত যাত্রীদের পাল্টা দাবি, ইন্ডিগোর কর্মীরাই তাদের চরম হেনস্থা করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
শুক্রবার রাত সাড়ে ৮টা দিকে হায়দরাবাদ থেকে রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমান থেকে অসভ্য আচরণের জন্য নামিয়ে দেওয়া হয় ৭০ জন যাত্রীকে। অসভ্য আচরণের অভিযোগে একসঙ্গে এতজন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনা বিরল। হায়দরাবাদ থেকে ৭০ জন যাত্রীর ওই দলটি একসঙ্গেই রায়পুরের টিকিট (গ্রুপ টিকিট) কেটেছিল।
এয়ারপোর্ট পুলিশের ইন্সস্পেক্টর টি সুধাকর জানিয়েছেন, বিমান ছাড়ার কিছুক্ষণ আগে বিমানের কয়েকজন কেবিন ক্রু-এর সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে যাত্রীদের কয়েকজনের সঙ্গে। কথা কাটাকাটির এক পর্যায়ে কেবিন ক্রু-রা গ্রাউন্ড স্টাফদের খবর দেন। এরপরই ওই ৭০ জনকে অসভ্য আচরণের অভিযোগে বিমান থেকে নামিয়ে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। বিতাড়িত যাত্রীরাও ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। যাত্রীদের অভিযোগ, তাদের হেনস্থা করেছেন বিমানকর্মীরা।
ইন্ডিগো এক বিবৃতিতে দাবি করেছে, বিমানের দরজা বন্ধ হওয়ার আগে ওই যাত্রীদের সিটে বসে পড়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন বিমানকর্মীরা। কিন্তু যাত্রীরা তাতে কর্ণপাত না করে উল্টো কেবিন ক্রু-দের গালিগালাজ করেন। অসভ্য আচরণের জন্যই তাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ৭০ জন যাত্রীকে নামিয়ে হায়দরাবাদ রওনা দেয় বিমানটি।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই