শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:৫৯:৫৭

ফের ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

ফের ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফের ইন্দোনেশিয়ার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। আজ শনিবার দেশটির পশ্চিম জাভায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তব তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির ভূবিজ্ঞান সংস্থা বিএমকেজি।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে ২৮০ কিলোমিটার দূরে। তবে রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে। 
উল্লেখ্য, গেল নভেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক মানুষ নিখোঁজ হয়েছে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে