শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫:৫৬

ফোর জি-ফাইভ জি নয়, সবার উপরে পিতাজি-মাতাজি: মুকেশ আম্বানী

ফোর জি-ফাইভ জি নয়, সবার উপরে পিতাজি-মাতাজি: মুকেশ আম্বানী

আন্তর্জাতিক ডেস্ক: জীবনে বাবা-মায়ের গুরুত্ব কতখানি, তা আরও এক বার স্মরণ করিয়ে দিলেন শিল্পপতি মুকেশ আম্বানী। গত সপ্তাহেই গুজরাতের গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন রিলায়্যান্স-কর্মকর্তা। 

সেখানেই শিক্ষার্থীদের উদ্দেশে মুকেশ আম্বানী বলেন, 'ফোর জি-ফাইভ জি নয়,সবার উপরে পিতাজি আর মাতাজি।' ঠিক ছিল, মুকেশ আম্বানী ফোর জি এবং ফাইভ জি প্রযুক্তি নিয়ে কথা বলবেন। নির্ধারিত বিষয় নিয়েই বক্তব্য রাখা শুরু করেছিলেন তিনি।

তারপর প্রসঙ্গ খানিক ঘুরিয়েই শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের যুবসমাজ 'জি' অক্ষরটি নিয়ে খুবই উৎসাহী। কিন্তু যতই ফোর জি কিংবা ফাইভ জি থাকুক, পিতাজি (বাবা) এবং মাতাজি (মা)-র তুলনায় কোনও জি-ই বড় নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তার বার্তা, বাবা-মায়েরা শুধু তাদের সন্তানদের সাফল্য দেখবেন বলে দিন গোনেন। আম্বানীর এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এই ভিডিওটি শেয়ার করে আম্বানীর প্রশংসা করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে