আন্তর্জাতিক ডেস্ক : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা উপকূল। কম্পনের তীব্রতায় আতঙ্ক সৃষ্টি হয় মানুষজনের মধ্যে। বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে এসে জড়ো হতে থাকে আলাস্কাবাসী। তবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। নেই কোন প্রকার সুনামির সতর্কতাও। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৩। তবে, সুনামির কোনও আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রবিবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আলাস্কা। আঙ্কোরাজ শহর থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে। ৭.৩ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল পেড্রো উপসাগর থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে ইলিয়ামা লেকের পাশে ভূপৃষ্ঠ থেকে ১২৪.৮ কিলোমিটার গভীরে।
অপরদিকে শনিবারের পর রবিবারও কম্পন অনুভূত হল পাকিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। রবিবার কেঁপে ওঠে মালাকান্দ, দির, সোয়াত, চিতরাল এলাকা। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতের কাছেই কম্পনের উৎসস্থল। উৎসের গভীরতা ৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দু'বার কেঁপে উঠল ওই এলাকা। নতুন বছরের শুরু থেকে বারবার কেঁপে উঠেছে এই হিন্দুকুশ।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই