আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর নেতার কে কোন খাবার পছন্দ বা অপছন্দ করেন তাই নিয়ে জনমনে কৌতুহল থাকা স্বাভাবিক। আর এক সময়ের বিশ্বের ক্ষমতাধর নেতা সাদ্দাম হোসেনের খাবার তালিকা কেমন ছিল এ কথা জানার আগ্রহ আনেকেরই রয়েছে। তাহলে চলুন, এবার জনমনের কৌতুহল নিবৃত্ত করা যাক।
সবচেয়ে নিষ্ঠুর ও মানসিক বৈকল্যের শিকার স্বৈরশাসকরা নিজেরা খাবার খাওয়ার আগে তা অনুগত খাদ্য পরীক্ষাকারীদের দিয়ে খাইয়ে দেখতেন তাতে বিষাক্ত কোনও পদার্থ আছে কি না। সেই দিক থেকে সাদ্দাম হোসেনেরও বেশ কয়েকজন খাদ্য পরীক্ষাকারী ছিল।
সাদ্দাম হোসেন উদয় নামে এক ছেলেকে তার খাদ্য পরীক্ষাকারীদের একজনকে হত্যা করার অপরাধে মারধোর ও জেলে নিক্ষেপ করেছিলেন। কিন্তু এতোকিছুর পরও এই স্বৈরশাসকদের কেউই বেশিদিন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন নি। এমনকি এদের অনেকেরই মৃত্যু হয়েছে নির্মম কায়দায়।
সাদ্দাম হোসেনের ডাইনিং টেবিলটি কিভাবে সাজানো থাকতো এই সম্পর্কে ‘ভিক্টোরিয়া ক্লার্ক ও মেলিসা স্কট’ একটি বই লিখেছেন। সেই বইটির নাম হলো : ‘ডিক্টেটর্স ডিনার্স : অ্য বেড টেস্ট গাইড টু এন্টারনেইনিং টাইরেন্টস’। মূলত এই বইটিতে লেখা রয়েছে সাদ্দাম হোসেনসহ এখন পর্যন্ত যত ক্ষমতাধর নেতা ছিলেন তাদের খাদ্য তালিকা।
উল্লেখ্য, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিসমিস খুব পছন্দ করতেন। তবে তার সবচেয়ে অপছন্দের খাবার ছিল মিষ্টি।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই