বুধবার, ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮:০৭

অফিসে কোন কাজ নোই কিন্তু বেতন 1 কোটিরও বেশি!

অফিসে কোন কাজ নোই কিন্তু বেতন 1 কোটিরও বেশি!

আন্তর্জাতিক ডেস্ক: দশটা-পাঁচটার অফিস হোক কিংবা কর্পোরেট সেক্টরের টানা ন'দশ ঘণ্টার শিফট- জীবনের অনেকটা সময়ই কাটে কর্মজীবনে। কাজের চাপে অনেক সময় রাতে ঘুম আসে না অনেকের। চাপ কমিয়ে বিশ্রামের সুযোগ খোঁজেন বহু মানুষ। কিন্তু, আয়ারল্যান্ডের বাসিন্দা ডারমট অ্য়ালাস্টার মাইলসের জন্য বিষয়টি কার্যত উলটো। 

অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্প্রতি আদালতে গিয়েছেন এই ব্যক্তি। তবে তাঁর অভিযোগ শুনে কার্যত চক্ষু চড়কগাছ বিচারবিভাগীয় ব্যক্তিদের। বার্ষিক 1.03 কোটি টাকা বেতন পান পেশায় ফিন্যান্স ম্যানেজার এই আইরিশ ব্যক্তি। অর্থাৎ তাঁর মাসিক বেতন 8 লাখেরও বেশি। কিন্তু, অফিস নিয়ে অখুশি ডারমট। এতটাই যে সোজা অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে পৌঁছে গেলেন তিনি। কী কারণ?

"রোজ নিজের সিটে গিয়ে বসি। কম্পিউটার খুলে মেইল চেক করি। কাজ সংক্রান্ত কোনও ই-মেইল আমার কাছে আসেই না। কোনও মেসেজ নেই, কোনও যোগাযোগ নেই। অফিসের সহকর্মীরাও আমার সঙ্গে কথা বলেন না।" 

নিজের অভিযোগে এমনই জানিয়েছেন আইরিশ ব্যক্তি। তাঁর অভিযোগ, তাঁকে কোনও কাজই দিচ্ছে না আইরিশ রেলস্ (Irish Rails) সংস্থা। যারা আয়ারল্যান্ডের রেল পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে কাজ করে। সংবাদসংস্থা Daily Mail-কে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁকে সপ্তাহে 2 দিন অফিস আসতে হয়। কিন্তু, কোনও কাজ দেওয়া হয় না।

হঠাৎ এমন ব্যবহার কেন? মাইলসের মতে, সাম্প্রতিক সময়ে সংস্থার এক দুর্নীতির বিষয়ে মুখ খোলার পর থেকেই তাঁকে 'টার্গেট' করা হচ্ছে। আরও জানা গেছে, 2010 সালে তাঁর পদোন্নতির হলেও অফিসে হেনস্থা যথেচ্ছ অপমান ও হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। বিনা কারণে তিন মাসের 'সিক লিভ' বা অসুস্থতার কারণে ছুটিতে পাঠানো হয়।

ওয়ার্কপ্লেস রিলেশনস্ কমিশনের শুনানিতে Irish Rails সংস্থার তরফে জানানো হয়েছে, হুইসল ব্লোয়ার হওয়ার কারণে মাইলসকে কোনও "শাস্তি" দেওয়া হয়নি। তবে ঠিক কী কারণে মাইলসকে কোনও কাজ দেওয়া হচ্ছে না তা এখনও স্পষ্ট করেনি ওই আইরিশ সংস্থা। তবে এই ঘটনা অতি দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে