বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২, ০৬:৫২:০০

মুসলিম প্রার্থী না দিয়েও ১২টি মুসলিম অধ্যুষিত আসনে জয়ী বিজেপি

মুসলিম প্রার্থী না দিয়েও ১২টি মুসলিম অধ্যুষিত আসনে জয়ী বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: বিগত প্রায় দুই দশকে ভারতের গুজরাটে একটি আসনেও মুসলিম প্রার্থী দাঁড় করায়নি বিজেপি। তা সত্ত্বেও গুজরাটে ১৭টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের মধ্যে থেকে ১২টি আসনেই জয়ী বিজেপি। তবে এই অঙ্ক কীভাবে মেলাল গেরুয়া শিবির?

ঐতিহাসিকভাবে গুজরাটের মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে ভালো ফল করে কংগ্রেস। তবে এবার মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলির মধ্যে মাত্র ৫টিতে জয় পায় কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে ১২টি আসন। কিন্তু সেটা কিভাবে সম্ভব হলো?

মূলত কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর উপস্থিতিতে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে লাভবান হয়েছে বিজেপি। গোটা রাজ্যে মাত্র ১৩টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল ওয়াইসির দল। এদিকে মুসলিম অধ্যুষিত ১৭টির মধ্যে ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। এবং এই কেন্দ্রগুলির কোনওটিতেই এই দুই দল জিততে পারেনি। 

তবে কংগ্রেসের ভোট কেটেছে এই দুই দল। অন্যদিকে এবারের নির্বাচনে গুজরাটে ২০-রও কম আসনে জিতেছে কংগ্রেস। আম আদমি পার্টি ডবল ফিগার ছুঁতে পারেনি। এবারের নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ৫২ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪১.৪৪ শতাংশ। অপরদিকে ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ নেমে হল ২৭ শতাংশ। এদিকে ২০১৭ সালে নির্বাচনে না লড়াই করা আম আদমি পার্টি এবার গুজরাটে ১২ শতাংশ ভোট পেয়েছে। এই আবহে অনেকটাই ভোট শতাংশ বেড়েছে বিজেপিরও। 

এই কারণে মনে করা হচ্ছে, আম আদমি পার্টির উদয়ে লাভবান হয়েছে বিজেপি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছিল কংগ্রেস। তবে এবার গুজরাটে সেভাবে নজরই দেয়নি কংগ্রেস। সেভাবে প্রচারও করা হয়নি এই রাজ্যে। 

অশোক গেহলটকে দায়িত্ব দেওয়া হলেও রাহুল গান্ধী সাকুল্যে একবার মাত্র গিয়েছিলেন গুজরাটে। এই পরিস্থিতিতে কংগ্রেস খুবই বাজে ফল করেছে এবং এর কারণে বড় লাভ পেয়েছে বিজেপি। ১৮২ আসনের গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি একাই জিতেছে ১৫২টি আসন। কংগ্রেস ১৭টি ও আম আদমি পার্টি ৫টি আসন পেয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে