 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ৩জি’র পর এবার আসছে ৫জি নেটওয়ার্ক। ২০২০ সালে চালু হতে যাচ্ছে ৫জি নেটওয়ার্ক। বিখ্যাত ফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভোডাফোনের অস্ট্রেলিয়ার টেকনোলজি বিভাগের প্রধান বেনয়েট হানসেন সিডনিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে দেয়া বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়াতে শিগগিরই সুপার স্পিডি মোবাইল সার্ভিস শুরু হবে।
পঞ্চম জেনারেশনের মোবাইল নেটওয়ার্কে থাকবে সত্যিকারের দ্রুত ডাউনলোড স্পিড, যা বর্তমানে সারা পৃথিবীর চাহিদা। শুধু এই নেটওয়ার্ক আপনার মোবাইলের মুভি দেখাকে নিরবিচ্ছিন্নতা প্রদান করবে না বরং স্বনিয়ন্ত্রিত গাড়িগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন মাত্রা পাবে।
হানসেন বলেন, অস্ট্রেলিয়া হবে পৃথিবীর মধ্যে প্রথম দেশ, যারা ২০২০ সালের মধ্যে ৫জি চালু করতে স্বক্ষম হবে। তবে এর সাথে এক বছর এদিক সেদিক হতে পারে। বিগত বছরগুলোতে অষ্ট্রেলিয়াতে নতুন প্রযুক্তি চালু করার ট্র্যাক রেকর্ড অনুসারে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্মার্টফোন সর্বোচ্চ ব্যবহারে পৃথিবীর মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। অস্ট্রেলিয়া উদ্যমের সাথে স্মার্টফোন প্রযুক্তির উন্নতি সাধন করেছে। নতুন কিছু গ্রহণ করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জনগণের জুড়ি নেই।
২০১১ সালে অস্ট্রেলিয়াতে ৪জি ব্যাপকভাবে চালু হয়। হানসেনের তথ্য মতে, ৭০ শতাংশের বেশি ভোডাফোন গ্রাহক তাদের ফোন ৪জি ব্যবহার করছে। ২০১৬ সালের মধ্যে ৯০ শতাংশ মানুষ ৪জি ব্যবহার করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে কিছু এখনো পুরনো যুগে রয়ে গেছে।
২০১৫ সালে ভোডাফোন টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারদের সাথে একটি চুক্তি করে। ফাইবার নেটওয়ার্কে টিপিজি বাড়ানোর জন্য সমঝোতা চুক্তি হয়। এ চুক্তির ফলে ৫জি চালু করার ক্ষেত্রে এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। ইন্টারনেট জগতে এটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। সারা পৃথিবী ৫জি’র স্বাদ না পেলেও ব্রিটিশ বিজ্ঞানীরা ৫জি তে রেকর্ড পরিমাণ গতি পেয়েছেন, যা প্রতি সেকেন্ডে ১ টেরাবাইট।
বিবিসির প্রতিবেদন অনুসারে, এ গতিতে তাত্ত্বিভাবে ভবিষ্যতের ১০০ গুণ বেশি মুভিগুলোকে তিন সেকেন্ডে ডাউনলোড করা সম্ভব। অস্ট্রেলিয়ার বৃহৎ মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার টেলসট্রা ও ৫জি নেটওয়ার্ক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে।
২০২০ সালের মধ্যে অস্ট্রেলিয়াতে ৫জি নিয়ে আসার পরিকল্পনা করেছে, ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান কার্য নির্বাহী এনড্রিও পেন তা নিশ্চিত করেন।  অস্ট্রেলিয়ার জনগণ সেই অপেক্ষায় আছে।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম