আন্তর্জাতিক ডেস্ক : দেশের মাটি থেকে সন্ত্রাস সম্পূর্ণ দূর করতে পাকিস্তান পারে এবং এই কাজটি তাদের করা উচিৎ। এই ভাষাতেই পাকিস্তানকে কড়া হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আরো বলেন, 'পাঠানকোটে হামলা ক্ষমার অযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের উদাহরণ এবং ভারত এসব কর্মকাণ্ড অনেকদিন থেকে সহ্য করে আসছে।' হামলাএ ঘটনার পরে নওয়াজ শরিফের সঙ্গে কথা বলায় নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন তিনি।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের নেতাই সন্ত্রাস দমন নিয়ে কথা বলছে। ভারত ও আমেরিকা এক ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে পারবে এমন বিশ্বাস রেখেই ওবামা বলেন, 'মোদি দুই দেশের পার্টনারশিপের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী। আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব আর কাজের সম্পর্কও তৈরি হয়েছে। আমাদের দু'জনের অফিসের মধ্যে চালু হওয়া নতুন হটলাইনে আমরা কথাও বলি।'
পাঠানকোটের প্রতিবাদে আমেরিকাও ভারতের সঙ্গে রয়েছে বলে উল্লেখ করেছেন ওবামা। পাঠানকোট হামলয় নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান ওবামা।
অন্যদিকে, সন্ত্রাসী ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও। তিনি জানিয়েছেন, পাঠানকোট হামলার পর ভারত পাকিস্তানের কাছে যে দাবি জানিয়েছে, তা সঙ্গত।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই