আন্তর্জাতিক ডেস্ক : এক কারণে মার্কিন পশ্চিমাদের নানা হুমকি উপেক্ষা করে প্রতিদিনই নিজ শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এর অংশ হিসেবে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটানো অব্যাহত রাখা হবে।
দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
ইরানি টেলিভিশনে প্রচারিত সরাসরি সাক্ষাৎকারে এ ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
পানিসীমায় অনুপ্রবেশের দায়ে ১০ মার্কিন মেরিন সেনাকে ইরান সম্প্রতি আটক করেছিল। এ ঘটনা তুলে ধরে জেনারেল সালামি বলেন, এর মধ্যদিয়ে ইরানি নৌবাহিনীর শক্তির প্রমাণ দেয়া হয়েছে। এ ঘটনাকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইরানের পরিষ্কার বিজয় বলে উল্লেখ করেন তিনি।
পারস্য উপসাগরীয় এলাকার ঘটনাবলীর ওপর ১০ মেরিন সেনা আটকের বিষয়টি সিদ্ধান্তমূলক প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এতে বিদেশি সেনারা নতুন এক বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছে। এ ছাড়া, এটি গুরুত্বপূর্ণ স্বার্থ এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের শক্তিমত্তা সম্পর্কে বিদেশিদের মূল্যায়নেরও পরিবর্তন ঘটিয়েছে বলে জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি আরো ঘোষণা করেন, জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রচলিত অস্ত্রের উন্নয়ন করার অধিকার ইরানের রয়েছে।
২৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস