আন্তর্জাতিক ডেস্ক : ভিন দেশে নয়, এবার প্রাচীন ডাইনোসরের খোঁজ মিলল প্রতিবেশি ভারতে। এই অঞ্চলে নাকি প্রাচীনকালে ডাইনোসরের বসবাস করত! সম্প্রতি গুজরাটের কাস দুঙ্গার এলাকা থেকে ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোড় জল্পনা-কল্পনা।
বহুদিন ধরে ভারত ও জার্মানির একদল ভূ-তত্ত্ববিদ ভুজ থেকে ২৫ কিমি দূরে ওই এলাকায় কাজ করছিলেন। তাঁরা জানিয়েছেন, হঠাতই ডাইনোসরের জীবাশ্মটি খুঁজে পান তাঁরা।
ওই দলেরই এক সদস্য গৌরব চৌহান জানিয়েছেন, জীবাশ্মটি দেখে প্রাথমিকভাবে তাঁদের অনুমান, সম্ভবত সেটি ডাইনোসরের দেহের পিছনের দিকের হাড়। তিনি আরও জানিয়েছেন, কার্বন টেস্টের জন্য পাঠানো হবে নমুনাটি।
ওই দলের আরও এক সদস্য জয়পুর বিশ্ববিদ্যালয়ের ড. ডি কে পান্ডে জানিয়েছেন, তাঁরা নিশ্চিত যে জীবাশ্মটি ডাইনোসরেরই। জীবাশ্মটির বয়স জানা গেলে তা কোন প্রজাতির তাও জানতে পারা যাবে বলে জানিয়েছেন তিনি।
এর আগেও গুজরাত থেকে বহু সংখ্যক ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে। নর্মদার উপকূলেও মিলেছে জীবাশ্ম। একটা বড় সংখ্যক ডাইনোসর সেখানে থাকত বলে ধারণা করা হয়। আমদাবাদ থেকে ১০০ কিমি দূরে বালাসিনোর নামক জায়গাতেও মিলেছে বহু ডাইনোসরের ডিম।
২৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস