সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:২৫:২২

ইতিহাসের সেরা চমক নিয়ে বিশ্ব দরবারে হাজির হচ্ছে ভারত

ইতিহাসের সেরা চমক নিয়ে বিশ্ব দরবারে হাজির হচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইতিহাসের সেরা চমক নিয়ে প্রজাতন্ত্র দিবসে হাজির হচ্ছে প্রতিবেশি ভারত। যা শুনে আপনিও বিস্মিত হবেন। গত বছর ভারতের অতিথি হয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার থাকছে ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। আর কি কি চমক থাকছে এবারের প্রজাতন্ত্র দিবসে? এক নজরে দেখে নেয়া যাক-

১. অতিথি ওলাদেঁ: তিন বছর পর ভারত সফরে এলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদেঁ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি দ্বিতীয় অতিথি যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এর আগে ২০০৮ সালে তাঁর পূর্ববর্তী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ভারতে এসেছিলেন প্রধান অতিথি হয়ে।

২. পা মেলাবে ফ্রেঞ্চ ট্রুপ: ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতির সঙ্গে সঙ্গে এবারের প্যারেডে পা মেলাবে ফ্রেঞ্চ ট্রুপও। ভারতের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে হাঁটবে ফ্রেঞ্চ ট্রুপ আর ভারতীয় সেনা। ফ্রান্সের সপ্তম ব্রিগেডের ৩৫ তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৬৫ জন অফিসার ভারতের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস দমন অভিযান শুরু করছেন যার নাম দেওয়া হয়েছে 'শক্তি ২০১৬'।

৩. শোভা পাবে আইএনএস বিক্রান্ত: এবছরের নেভি ট্যাবলোতে শোভা পাবে ভারতের প্রথম ঘরে তৈরি এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রান্ত ও সাবমেরিন কালভারি। স্করপেনি সিরিজের সাবমেরিন কালভারি তৈরির কাজ চলছে এখনও। নেভি ট্যাবলোতে থাকবে ভারতীয় নৌবাহিনীর আরও অনেক অস্ত্র। উপস্থিত থাকবে ১৪৪ জন নৌবাহিনীর সদস্য।

৪. থাকছে না উটবাহিনী: এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকবে না বিএসএফের উটবাহিনী।

৫. থাকছে না কয়েকটি ট্রুপ: প্রথমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে না আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি।


৬. নতুন আকর্ষণ আর্মি ডগ: প্রায় ২৬ বছর পর অবশেষে প্যারেডে উপস্থিত থাকবে আর্মি ডগ। এবার তাই অনেকেরই চোখ থাকবে তাদের পারফরম্যান্সে। গত চার মাস ধরে চলছে এদের ট্রেনিং।ভারতীয় সেনার কাছে রয়েছে ১২০০ ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড। এদের মধ্যে ৩৬ জনকে নামানো হবে ২৬ জানুয়ারি।

৭. ওমেন ওনলি স্টান্ট: এই প্রথম ২৬-এর অনুষ্ঠানে স্টান্ট দেখাবে ভারতীয় সেনার মহিলা সদস্যরা। মোটর সাইকেলে স্টান্ট দেখিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেবে তারা। এই বাহিনীকে বলা হয় 'Women Daredevils CRPF ‘ সিআরপিএফের তিনটি ব্যাটেলিয়ন ও র‍্যাফ থেকে ১২০ জন মহিলা এই স্টান্ট দেখাবেন। গত দু'বছর ধরে তারা এই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবারের অনুষ্ঠানে এটা অবশ্যই অন্যতম আকর্ষণ।

৮. ভিডিওতে সচিন-সানিয়া-বাইচুং: এই প্রথম জাতীয় সঙ্গীতের ভিডিওতে থাকছেন সচিন তেন্ডুলকর, বাইচুং ভুটিয়া ও সানিয়া মির্জা। মুম্বইতেই সেই ভিডিও-র শ্যুটিং হবে। সঙ্গীত পরিচালনায় থাকবেন রাম সম্পত ও ভিডিওটি পরিচালনা করবেন অভিজিৎ পানসে।
২৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে