আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সরকার পরিবার-বিচ্ছিন্ন অভিবাসী শিশুদের আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে। সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন পিতা মাতার কাছ থেকে আলাদা হয়ে পড়েছে এমন ৩০০০ অভিবাসী শিশু-কিশোরকে ব্রিটেনে জায়গা দেয়ার জন্য সরকারের সাথে কথা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
স্কটল্যান্ডের সরকারও বলছে যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি কেন্দ্র সরকারের, তবুও তারা ব্রিটেনে এসে পৌঁছানো যে কোনও শরণার্থীকে জায়গা দেবে। একজন কর্মকর্তা বলছেন, স্কটল্যান্ডের স্থানীয় সরকার প্রশাসন এবং জনগণ এসব অভিবাসীদের সাহায্য করার ব্যাপারে খুবই আগ্রহী। তিনি বলেন, শরণার্থীদের যেভাবে স্বাগত জানানো হচ্ছে তা এক কথায় চমৎকার।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই