 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলায় প্রকৃত দোষীদের বিচার করা হবে। ভারতের পাঠানকোট হামলায় পাকিস্তানের জঙ্গি বাহিনী জড়িত আছে বলে পাকিস্তানের কাছে হামলার পুরো তথ্য প্রকাশ করেছে ভারত। সেই হিসেবে সোমবার লন্ডনে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাঠানকোট হামলার বিষয়ে ভারত পাকিস্তানকে নতুন করে আরও তথ্য-প্রমাণ দিয়েছে বলেও জানান তিনি।
পাঠানকোট হামলায় পাকিস্তানি জঙ্গিরা জড়িত আছে বলে ভারত নতুন যে সমস্ত তথ্য-প্রমাণ পাকিস্তনকে দিয়েছে, তার উল্লেখ করে নওয়াজ শরিফ বলেন, ‘আমরা এগুলি তদন্ত করে যাচাই করছি।’ ভারত পাকিস্তানকে ‘সুনির্দিষ্ট এবং পদক্ষেপকারী তথ্য’ দিয়েছে বলেও জানান তিনি। এই তথ্য-প্রমাণের মাধ্যমে অবশ্যই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে আশাবাদী পাক প্রধানমন্ত্রী।
এছাড়া পাঠানকোট হামলায় পাকিস্তান সরকার যে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি শীঘ্রই ভারতে যাবে এবং আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করে আনবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পাঠানকোট তদন্তে তিনি ভারতকে যে সহায়তার আশ্বাস দিয়েছে, এদিন সেকথাও জানান শরিফ। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে দাবি জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই দায়িত্ব সম্পূর্ণ করব।’
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই