আন্তর্জাতিক ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় এক বিচারপতি এবং তার পরিবারের ছয়জন সদস্য নিহত হয়েছেন। সৌদি জঙ্গিবিমান গতকাল (রোববার) সানার ‘হায় আল-নাহজাহ’ এলাকায় ওই বিচারপতির বাড়িতে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো কয়েক জন ব্যক্তি আহত হয়। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের কেন্দ্রীয় মারিব প্রদেশে অন্তত সাত বার, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা’য়িজে দুইবার এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে পাঁচবার বোমা বর্ষণ করেছে।
গত বছরের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তবে আগ্রাসন সত্ত্বেও এ পর্যন্ত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে বা জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনেকও দমন বা তাদের শক্তি খর্ব করতে পারে নি আলে সৌদ সরকারের আগ্রাসী বাহিনী। হামলা শুরু করার পর থেকে এই পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত ও ১৬ হাজার ব্যক্তি আহত হয়েছে।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই