আন্তর্জাতিক ডেস্ক : মর্শিদাত, মরক্কোর সমাজ জীবনে এক নীরব বিপ্লবের নাম৷ বিপ্লবের নেতৃত্বে আছে নারীরা৷ তাঁরা সবাইকে বলছেন, ‘‘আল্লাহ মেয়েদের নিজের স্বামী বেছে নেয়ারও অধিকার দিয়েছেন৷বলেছেন এ অধিকার প্রতিষ্ঠায় মেয়েরা প্রতিবাদীও হতে পারেন৷’’
টমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রতিবেদনে হানানে নামের এক মর্শিদাত এক কিশোরীকে ওই বয়সে বিয়ে না করার পরামর্শ দিতে গিয়ে বলেছেন, ‘আল্লাহ মেয়েদের নিজের স্বামী বেছে নেয়ার অধিকার দিয়েছেন৷ বলেছেন এ অধিকার প্রতিষ্ঠায় মেয়েরা বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে৷’
মাত্র চার বছর বয়সেই পরিবার বিয়ে ঠিক করে রেখেছিল বলে আগ্রহ থাকা সত্ত্বেও মেয়েটি আর লেখাপড়া করতে পারছেনা৷ সে কারণেই মেয়েটিকে ইসলামে নারীর অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছিলেন হানানে৷
মরক্কোর সমাজে নীরব বিপ্লব শুরু করা এই মরশিদাতদের নিয়ে তৈরি হয়েছে ছবি৷ ছবির নাম, ‘কাসাব্লাঙ্কা কলিং'৷ টুইটারে অনেকেই লিখেছেন ছবিটি নিয়ে৷