সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১০:৫৭:৪০

পিছু হটলো সৌদি আরব

পিছু হটলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি যে বিতর্কিত মন্তব্য করেছেন তা সৌদি আরবের সরকারি অবস্থান নয় বলে দাবি করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের। তার এ দাবির ফলে রিয়াদের কূটনৈতিক নিয়োগ নিয়ে প্রশ্ন দেখা দেয়ার পাশাপাশি ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বাহরাইনের রাজধানী মানামায় ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ-জাফারির সঙ্গে এক বৈঠকে ওই দাবি করেন জুবায়ের। শনিবার ইরাকের আস-সুমেরিয়া টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত সামের আস-সাবহান বলেন, সাম্প্রদায়িক সহিংসতা ও গোত্রীয় সংঘর্ষ উসকে দিতেই ইরাক সরকার সন্ত্রাস বিরোধী স্বেচ্ছাসেবী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তিনি আরো দাবি করেন, ইরাকি জনগণের মধ্যে এই স্বেচ্ছাসেবী বাহিনীর কোনো জনপ্রিয়তা নেই।

রোববার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবহানকে তলব করে ওই বক্তব্যের ব্যাপারে বাগদাদের প্রবল আপত্তির কথা জানায়। ইরাকের যোগাযোগমন্ত্রী বাকির জাবর আয-যুবেইদিও সৌদি রাষ্ট্রদূতের বক্তব্যর তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সাবহান ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তিনি বলেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী এ পর্যন্ত দায়েশের হাত থেকে অন্তত ১৭০টি গ্রাম মুক্ত করেছে। এসব অভিযানে এ বাহিনীর শত শত সদস্য হতাহত হয়েছে।

এ ছাড়া, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব নিজেই সন্ত্রাসীদের সমর্থক এবং তার মুখে ইরাকে সন্ত্রাস বিরোধী যুদ্ধ সম্পর্কে কথা বলা শোভা পায় না।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে