শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ০২:২৭:১১

তুরস্কের ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ: এরদোয়ান

 তুরস্কের ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: এবার তুরস্কের অর্থনীতি নিয়ে ব্রিটিশ সাপ্তাহিক দি ইকোনোমিস্টের নেতিবাচক সংবাদ নিয়ে মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে দেশটির জনগণ, ব্রিটিশ পত্রপত্রিকা নয়।

ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এ কথা বলেন। তিনি আরও বলেন, আমার দেশে ভাগ্যবদল করবে আমার দেশের জনগণ, তারাই এ দেশের ভবিষ্যত নির্ধারণ করবেন।

এদিকে, আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এমনটিই ইঙ্গিত দিয়েছেন এরদোয়ান। যদিও মূল্যস্ফীতি আর খাদ্যপণ্যের দামবৃদ্ধির কারণে অস্বস্তিতে রয়েছেন এই তুর্কি নেতা। এরদোয়ানের আমলেই মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তুরস্ক। সূত্র : টিআরটি ও ইয়েনি সাফাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে