মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৫১:৩৫

অন্যরকম ফটো বুথ নিয়ে মেতেছে জাপানিরা

অন্যরকম ফটো বুথ নিয়ে মেতেছে জাপানিরা

আন্তর্জাতিক ডেস্ক : ফটো বুথ নামটি শুনে অবাক হচ্ছেন! অবাক হবারই কথা। আসলে এটি অন্যরকম এক বুথ। আমাদের কাছে এই ধরণের বুথ অপরিচিত থাকলেও জাপানিদের কাছে খুবই পরিচিত।

দেশটির রাজধানী টোকিওর অনেক শপিং মলেই রয়েছে এধরনের ছবি তোলার ফটো বুথ। সাধারনত শপিং মলের পুরো একটি ফ্লোর জুড়ে থাকে এই বুথগুলো। এগুলোর নাম `পুরিকুরা মেশিন`।

`পুরিকুরা` শব্দটি এসেছে `পুরিনতোকুরাবু` থেকে। এর অর্থ `প্রিন্ট ক্লাব`। ক্লাব বলা হলেও এগুলো মূলত ফটো বুথ। অর্থের বিনিময়ে আপনি ও আপনার প্রিয়জন এখানে ছবি তুলতে পারেন, সেগুলোতে ইচ্ছেমত পরিবর্তন আনতে পারেন এবং ছবি প্রিন্ট করতে পারেন।

এর জন্য প্রথমে আপনাকে একটি বুথে ঢুকতে হবে। বন্ধুবান্ধব সাথে থাকলে আরও ভাল।

এরপর বুথের নির্দেশনা অনুযায়ী ছবি তুলতে হবে। পুরিকুরা মেশিন আপনার বেশি কয়েকটি ছবি ছবি তুলবে। কিন্তু আসল মজা শুরু হবে এরপর।

আপনার সেরা ছবিটি বেছে নিয়ে আপনি সেখানে নানা ধরনের পরিবর্তন আনতে পারবেন। আর নানা ধরনের কারিকুরি করার পর ছবি হবে এরকম।

বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, পুরিকুরা মেশিনগেুলোতে নানা ধরনের থিম থাকে। টোকিওর নারী-পুরুষের কাছে পুরিকুরা মেশিন খুবই জনপ্রিয়। ছবি তোলার কাজ শেষ হলে এই মেশিন থেকে আপনার পছন্দের ছবিটি আপনি নিজেকে ইমেইল করতে পারবেন।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে