আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি আফগানিস্তানের সাথে গনিষ্ট যোগাযোগ ছিল পাকিস্তানের। দু'দেশের মধ্যে সম্পর্কও বেশ ভালো ছিল। কিন্তু হঠাত করেই সেই সম্পর্কে চির ধরেছে। ইসলামাবাদ এবং কাবুল সন্ত্রাসবাদ বিরোধী চুক্তিও করেছে। তারপরও শান্তিতে নেই পাকিস্তান। কারণ দেশটির ভিভিন্ন স্থাপনায় জঙ্গী হামলা চালাচ্ছে আফগান সন্ত্রাসীরা। আর সেই হামলা রুখতে ব্যস্ত থাকতে হচ্ছে ইসলামাবাদকে।
জেনেভা থেকে লন্ডনে ফিরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আফগানিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এই হামলায় জড়িত রয়েছে আফগানিস্তানের কোনো কোনো গোষ্ঠী।
তিনি আরও বলেণ, এ সব গোষ্ঠীই পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল এবং বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ছিল।
নওয়াজ শরীফ বলেন, আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে একটি নির্বাচিত সরকার এবং এ সরকারে সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা সংস্থাও রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া কাবুল সরকারের দায়িত্ব ।
আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আফগানিস্তানের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে জোরালো ভাবে পাকিস্তান সমর্থনের কথা উল্লেখ করেন নওয়াজ শরীফ। তিনি বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতার সঙ্গে সমগ্র গোটা এলাকার স্থিতিশীলতা জড়িত রয়েছে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস