বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:১০:২৫

যে কারণে পদত্যাগ করলেন জেসিন্ডা আরডার্ন!

যে কারণে পদত্যাগ করলেন জেসিন্ডা আরডার্ন!

আন্তর্জাতিক ডেস্ক: দুটি সফল মেয়াদ কাটিয়েছেন। কিন্তু আর পারছেন না। তিনি মনে করেন সরে যাওয়ারও একটা সময় আছে। এটা সেটাই। তাই সরে দাঁড়াচ্ছেন। তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। 

শুরু থেকেই নিরলসভাবে ইতিবাচক কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছিলেন জেসিন্ডা আরডার্ন। সেই তিনি গত বৃহস্পতিবার আকস্মিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করলেন। প্রধানমন্ত্রীর দায়িত্বের নানা দাবি তাকে গভীর ভাবে পরিশ্রান্ত করে তুলেছে, প্রকারান্তরে সে কথাই তিনি স্বীকার করে নিয়েছেন।

২০১৭ সালে জেসিন্ডা নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৭ বছর। ১৮৫৬ সালের পর তিনিই সবচেয়ে কম বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। এমনকি তিনি সেসময় বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা সরকারপ্রধান হওয়ার নজিরও গড়েছিলেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে জেসিন্ডাকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এর মধ্যে তার প্রথম মেয়াদে ছিল নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভ'য়াবহ স'ন্ত্রা'সী হামলা, আ'গ্নে'য়গিরির প্রাণঘা'তী উদ্‌গিরণের চ্যালেঞ্জ। 

আর এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন জেসিন্ডা। আর তিনি ক্রমশ হয়ে উঠেছিলেন বিশ্বে প্রগতিশীল রাজনীতির ‘আইকন’, এরপর ২০২০ সালের নির্বাচনে বিপুল জয়ের মধ্যে দিয়ে জেসিন্ডা দ্বিতীয়বার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন।

যদিও পরের বার তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। এর অন্যতম কারণ বলে মনে করা হয় সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকা, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার অবনতি এবং বিরোধীদের পুনরুত্থান। আর এসবই জেসিন্ডার উপর চাপ তৈরি করছিল।

সম্মিলিত সেই চাপের সঙ্গে পেরে না উঠেই গত বৃহস্পতিবার পদত্যাগের কথা ঘোষণা করলেন ৪২ বছর বয়সী জেসিন্ডা। তিনি বলেছেন, তিনি সাড়ে পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নানা রকম চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা তার জীবনের সবচেয়ে সেরা সময়।

জেসিন্ডা জানান, তিনি মোটেই প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ার কারণে পদত্যাগ করছেন না। আসলে অন্যরা তাঁর চেয়েও ভালো কাজ করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন। জেসিন্ডা বলেন, প্রধানমন্ত্রীরাও মানুষ, তিনিও মানুষ। নেতারা তাদের সেরাটুকু দিয়েই কাজ করেন। আর সময় হলে সরে দাঁড়ান। এখন তার সেই সরে দাঁড়ানোর সময় হয়েছে। তাই সরে দাঁড়াচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে