মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ১১:২৮:০০

প্রথমবারের মতো নারী বিশ্ববিদ্যালয়ের যাত্রা

প্রথমবারের মতো নারী বিশ্ববিদ্যালয়ের যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো রাজধানী কাবুলে নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছে আফগানিস্তানের সরকার। মাওলানা আফগান-টার্ক ইউনিভার্সিটি ৪৭ একর জমির উপর নির্মিত হবে বলে জানা গেছে।

সম্প্রতি এর পরিকল্পনার উন্মোচন করেন দেশটির ফার্স্ট লেডি রুলা ঘানি।

ঘানি বলেন, ‘প্রেসিডেন্ট ঘানির অঙ্গীকার ছিল নারীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার। আমরা সে কাজই শুরু করলাম।’

উচ্চশিক্ষায় নারীরা যে প্রতিবন্ধকতার সম্মুখীণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেগুলো দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাওলানা আফগান-টার্ক ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যাল কবে যাত্রা শুরু করবে সেবিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। কর্তৃপক্ষ জানায়, তুরস্কের সহায়তায় এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইম
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে