শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:৫১:৫৩

এইমাত্র পাওয়া- পরপর তিনটি বিমান দুর্ঘটনা!

এইমাত্র পাওয়া- পরপর তিনটি বিমান দুর্ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার একই দিনে পরপর তিনটি বিমান দুর্ঘটনা। মধ্যপ্রদেশে ভেঙে পড়ে বায়ুসেনার দু'টি যুদ্ধবিমান। অন্যদিকে রাজস্থানে ভেঙে পড়েছে একটি চার্টার্ড বিমান।

মধ্য়প্রদেশের মেরেনাতে ভেঙে পড়ল বায়ুসেনার দু’টি বিমান। শনিবার সকালে মহড়ার সময় ভেঙে পড়ে Sukhoi-30 ও Mirage 2000 ফাইটার জেট। কী ভাবে দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। 

ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি Sukhoi-30 সবচেয়ে বড় ফ্লিট রয়েছে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে। 

অন্যদিকে ফরাসি সংস্থা Dassault Aviation তৈরি Mirage 2000-ও দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে ভারতীয় বায়ুসেনা। ২০১৯-এ পাক অধিকৃত কাশ্মীর (Pakistan occupied Kashmir) বা PoK-র বালাকোটের জঙ্গি আস্তানায় এয়ার স্ট্রাইকের (Air Strike) সময় Mirage 2000 ব্যবহার করেছিল বায়ু সেনা।

উল্লেখ্যে এই দিনই রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) ভেঙে পড়ে চার্টার্ড বিমান (Chartered Plane)। প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে বলে অনুমান। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে