রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:১৯:৪৬

আবার সেই নেপাল, বাতিল হল সব বিমানের উড়ান

আবার সেই নেপাল, বাতিল হল সব বিমানের উড়ান

আন্তর্জাতিক ডেস্ক: আবার সেই নেপাল! এবার কাণ্ড কাঠমান্ডুতে। ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরে সব বিমানের উড়ান বাতিল করা হল। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত। যদিও এই নিয়ে বিস্তারিত কিছু এখনও জানাননি কর্তৃপক্ষ।

গত ১৫ জানুয়ারি বড়সড় বিমান দু'র্ঘ'টনা হয়েছে নেপালে। পোখরা শহরের নতুন এবং পুরানো বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্স সংস্থার একটি বিমান। মৃত্যু হয় ৭২ জন বিমান আরোহীর। তাদের মধ্যে ছিলেন পাঁচ ভারতীয়। কাঠমান্ডুর ত্রিভুবন দাস বিমানবন্দর থেকে উড়েছিল সেটি। গন্তব্য ছিল পোখরা। 

অবতরণের কিছু আগে সেতি নদীর তীরে ভেঙে পড়ে। নেপালে বিমান দুর্ঘটনা প্রথম নয়। বার বার সেখানে দুর্ঘটনার মুখে পড়ে বিমান। গত এক যুগে নেপালে অন্তত আটটি বিমান দুর্ঘটনা হয়েছে যাতে যাত্রী ও ক্রু মিলে ১৬৬ জন নিহ'ত হয়েছে। 

২০১৮ সালের ১২ই মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বি'ধ্ব'স্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সেই দুর্ঘটনায় বিমানের মোট ৫১ জন যাত্রী এবং ক্রু নিহ'ত হন। ২০ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আ'ঘা'ত ছিল গুরুতর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে