রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:৪০:১৩

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, চারিদিকে মৃত্যুপুরী ও ধ্বংসস্তূপের ছবি

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, চারিদিকে মৃত্যুপুরী ও ধ্বংসস্তূপের ছবি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইরানের উত্তর-পশ্চিম প্রান্তে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে মৃত ৭, আহত ৪০০ জনের খবর পাওয়া গেছে। বিপর্যয় যেন থামছেই না ইরানে। কখনও সামাজিক, কখনও প্রাকৃতিক। 

মাশা আমিনির মৃত্যু ঘিরে উত্তাল ইরানের মাটি এবার কেঁপে উঠল তীব্র কম্পনে। মৃত ও আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। গোটা শহর যেন ভেঙে পড়েছে। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, সাক্ষাৎ মৃত্যুপুরী, ধ্বংসস্তূপের ছবি চারিদিকে। 

এই ভূমিকম্পের ফলে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, ৪৪০ জন আহত হয়েছেন বলে খবর। শনিবার রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-টার্কি সীমানার কাছে খোয় শহরে এই ভয়ংকর ভূমিকম্পটি ঘটে। এই ভূ-কম্পের প্রভাব যথেষ্ট শক্তিশালী ছিল বলেই জানা গিয়েছে। 

শুধুমাত্র খোয় শহরেই অবশ্য সীমাবদ্ধ ছিল না এই ভূকম্প। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভূকম্পনের জেরে কম্পন অনুভূত হয়েছে। পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ-সহ একাধিক শহর এই ভূমিকম্পে কেঁপে উঠেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে