সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:২৩:০৩

সবচেয়ে সস্তায় ইলেকট্রিক মোটরসাইকেল, চলবে এক চার্জে 130 km!

সবচেয়ে সস্তায় ইলেকট্রিক মোটরসাইকেল, চলবে এক চার্জে 130 km!

আন্তর্জাতিক ডেস্ক: সবচেয়ে সস্তায় নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল PURE EV। ভারতীয় সংস্থার তৈরি নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের নাম ecoDryft। ভারতে এই ইলেকট্রিক মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে 99,999 টাকা (রাজ্যের ছাড় ধরে দিল্লি এক্স শো-রুম দাম) থেকে। 

চারটি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক মোটরসাইকেল। কালো, ধূসর, নীল ও লাল রঙে বিক্রি হবে PURE EV ecoDryft। কোম্পানির হায়দরাবাদের দফতরে এই ইলেকট্রিক মোটরসাইকেল ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে।

নতুন দিল্লিতে এই ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের সময় দাম 99,999 টাকা। যদিও দেশের অন্যান্য রাজ্যে ecoDryft - এর এক্স শো-রুম দাম 1,14,999 টাকা। যদিও রাজ্যের ভর্তুকির উপরে নির্ভর করবে অন রোড দাম। 

দেশের সব বড় শহরে ডিলারশিপ খোলার কাজ শুরু করেছে PURE EV। কোম্পানির দাবি ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কোম্পানির প্রোডাক্ট রফতানি হচ্ছে। এছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ইলেকট্রিক মোটরসাইকেল রফতানির পরিকল্পনা রয়েছে সংস্থার।

সর্বোচ্চ 75 km প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে ecoDryft। কোম্পানির দাবি এক চার্জে 130 km ছুটবে এই মডেল। এই মোটরসাইকেলে থাকছে AIS 156 সার্টিফায়েড 3.0 kWh ব্যাটারি। সঙ্গে পাবেন smart BMS ও Bluetooth কানেক্টিভিটি। রয়েছে 3 kW মোটর ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। 

এই ইলেকট্রিক মোটরসাইকেলের সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক দিয়েছে PURE EV। থাকছে কম্বি ব্রেকিং সিস্টেম। মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। পিছনে স্প্রিং বেসড শক অ্যাবজর্বার থাকবে।

PURE EV-র সহ প্রতিষ্ঠাতা ও CEO রোহিত ভাদেরা জানিয়েছেন, “বিগত 2 মাসে আমরা সারা দেশে 100-র বেশি ডিলারশিপ তৈরি করেছি। সেখানে গ্রাহকরা টেস্ট ড্রাইভ নিতে পারছেন। গ্রাহকদের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। ইতিমধ্যেই সব ডিলারশিপ থেকে ecoDryft বুকিং শুরু হয়েছে। মার্চের প্রথম সপ্তাহেই আমরা প্রথম ব্যাচ ডেলিভারি শুরু করতে পারব।”

তাঁর মতে ecoDryft লঞ্চ খুবই গুরুত্বপূর্ণ কারণ, দেশের মোট দুই চাকা বিক্রির 65 শতাংশ মোটরসাইকেল। তাই বেশি গ্রাহক এক মডেল পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারতের বাজারে Revolt RV400, Tork Kratos, Oben Rorr - এর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে PURE EV ecoDryft।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes