আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বভাব হল উষ্ণ আলিঙ্গন কর। স্থানীয় বা আন্তর্জাতিক যত নেতার সাথেই তার সাক্ষাৎ হয়েছে প্রায় সবাইকেই জড়িয়ে ধরেছেন তিনি। ফলে মোদি একজন ‘স্পৃশ্য মানুষ’ বা আলিঙ্গনকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কিন্তু এ নিয়ে এতদিন কোন বিতর্ক সামনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদের সাথে আলিঙ্গন নিয়ে এক ভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন ওঁলাদ। তাকেও অত্যন্ত ‘বিশ্রীভাবে’ আলিঙ্গন করেছেন মোদি। বুকে জড়িয়ে ধরার পর ওঁলাদ যখন মোদির দিক থেকে বিপরীত দিকে ঘুরছিলেন তখন মোদি পেছন থেকে ওঁলাদের কোমর জড়িয়ে ধরেন।
এই আলঙ্গিনের দৃশ্য মুহুর্তেই ক্যামেরাবন্দি করে ফেলন ফটোসাংবাদিকরা। পরে সেই ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় নতুন বিতর্ক। অনেক ভারতীয় মোদির এই অস্বাভাবিক আচরণে লজ্জা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মোদিকে ব্যঙ্গ করে টুইট করেছেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মোদি পিছন থেকে ওঁলাদকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে স্বচ্ছ পলিটিক্স নামের একটি আইডি থেকে টুইট করা হয়েছে-‘ মিস্টার ও মিসেস ওঁলাদ পানিপথ ভ্রমণে যাচ্ছেন’।
নেহা নামের একজন লিখেছেন, ‘পৃথিবীতে মোদিই একমাত্র ব্যক্তি যে জাহাজ ছাড়াই টাইটানিক ছবি পুর্ননির্মাণ করতে পারে’।
আব্দুল্লাহ নামের আরেকজন প্রবাসী ভারতীয় লিখেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীকে কেন বলা হয়নি আলিঙ্গন ফরাসি সংস্কৃতি নয়। আর পেছন থেকে জড়িয়ে ধরা তো লজ্জাজনক’।
তবে মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে যত বিশ্বনেতার সাথে মিলিত হয়েছেন সবাইকেই আলিঙ্গন করেছেন এবং তিনি এটা বন্ধ করবেন বলেও মনে হয় না।
এ ব্যাপারে মোদির জীবনী লেখিকা নিলাঞ্জনা মুখোপাধ্যায় বলেন, মোদি আলিঙ্গনের মাধ্যমে সবাইকে একটি বার্তা দেয়ার চেষ্টা করেন। তা হলো যাদের সাথে মোদি সাক্ষাৎ করেন তারা আর মোদি একই লেবেলের। তিনি বিশ্বকে জানানোর চেষ্টা করেন, ‘তিনি সমান, বন্ধু এবং আন্তরিক’।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস