আন্তর্জাতিক ডেস্ক : এক ফোনেই চাকরির সন্ধান পাওয়া যাবে। মোবাইল ফোনেই এখন থেকে চাকরির খোঁজ পাবেন শ্রমিকেরা। শুধু চাকরির খোঁজই নয়, উপযুক্ত কর্মীও একজন নিয়োগকর্তা পেয়ে যাবেন এই প্রযুক্তির মাধ্যমে।
এবার নিয়োগ সংস্থাগুলির নজরে থাকবে ছুতোর, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি সহ অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও। নিয়োগকারী ও কর্মীদের মধ্যে সংযোগের অভাব দূর করতে প্রযুক্তিকে হাতিয়ার করে মাঠে নেমেছে ভারতের মহীন্দ্রা গোষ্ঠীর সংস্থা টেক মহীন্দ্রা।
যোগাযোগের এই মাধ্যম হিসেবে ‘সরল রোজগার’ কার্ড বাজারে এনেছে সংস্থাটি। যা শ্রমিকের পরিচিতি তুলে ধরবে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস