বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৪৫:৫২

'এরকম ঘটনা কখনো দেখিনি, আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না'

'এরকম ঘটনা কখনো দেখিনি, আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না'

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমানবন্দরের এয়ারলাইন কর্মীরা এক দম্পতির ক্রিয়াকলাপ দেখে হতবাক হয়ে গিয়েছেন। তাদের সন্তানের জন্য আলাদা টিকিট কেনার বিষয়ে মতবিরোধের পরে বিমানবন্দরের চেক-ইন ডেস্কে কোলের শিশুকে ফেলে রেখে চলে যান তারা। 

তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরের রায়ানএয়ারডেস্কে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদ আউটলেট KAN জানিয়েছে যে দম্পতি বেলজিয়ান পাসপোর্টে ব্রাসেলসে যাচ্ছিল, যখন তারা জানতে পারে যে  তাদের সন্তানের  আসনের জন্যও অর্থ প্রদান করতে হবে। রায়ানএয়ার জানিয়েছে, এই দম্পতি সন্তানের টিকিটের জন্য অগ্রিম অর্থ প্রদান করেননি। 

বিমানবন্দরের কর্মীরা স্থানীয় প্রেসকে জানিয়েছেন যে তারা তাদের সন্তানকে সাতপাঁচ না ভেবেই  ডেস্কের কাছে বেবি স্ট্রলারে রেখে পাসপোর্ট নিয়ে  চলে যান। একজন কর্মচারী স্থানীয় নিউজ সোর্স K12 কে বলেছেন: “আমরা এর আগে এরকম ঘটনা কখনো দেখিনি। আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না।” 

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই দম্পতি ব্রাসেলসে তাদের ফ্লাইটের জন্য দেরিতে পৌঁছেছিলেন এবং তাদের শিশুকে নিয়ে  বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাবার সময় বেশ উদ্বিগ্ন ছিলেন বলে মনে হয়েছিলো।
 রায়ানএয়ারের একজন মুখপাত্র বলেছেন: ''বেন গুরিয়ন বিমানবন্দরের চেক-ইন এজেন্ট বিমানবন্দর নিরাপত্তার সাথে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধার করে  স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় ''। এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।

অক্টোবরে, ফ্লোরিডায় একজন ৬২ বছর বয়সী ব্যক্তিকে  গ্রেপ্তার করা হয়েছিল যখন জানা গিয়েছিলো যে তিনি প্রায় দুই বছর বয়সী একটি শিশুকে ডেটোনা বিমানবন্দরে লক করা ভাড়া গাড়ির পিছনে ফেলে রেখে গিয়েছিলেন। 

২০১৯ সালে, একজন মা তার শিশুকে বিমানবন্দরে রেখে যাওয়ার পরে সৌদি আরবের একটি ফ্লাইটকে তার প্রস্থান পয়েন্টে ফিরে যেতে হয়েছিল। কুয়ালালামপুরগামী সৌদিয়া ফ্লাইট জেদ্দা থেকে যাত্রা করেছিল, কিন্তু একজন যাত্রী টার্মিনালের বোর্ডিং এলাকায় তার বাচ্চাকে ভুলে ফেলে রেখে যাওয়ায় পাইলটকে  ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। সূত্র : .independent.co

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে