মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:২৭:১৪

এবার 'পদ্মবিভূষণ' পাচ্ছেন যারা

এবার 'পদ্মবিভূষণ' পাচ্ছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিখ্যাত পদ্মবিভূষণ পুরস্কারের নাম চুড়ান্ত প্রায় চুড়ান্ত। এ বছর সর্বোচ্চ এই পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত। এছাড়া আরও পাচ্ছেন মিডিয়া ব্যারন রামোজি রাও, জম্মু ও কাশ্মীরের সাবেক রাজ্যপাল জগমোহন ও ধর্মীয় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর।

মরণোত্তর পদ্মবিভূষণের জন্য মনোনীত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নামও। পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগণ-সহ বলিউডের অন্যান্য তারকারাও।

এ বছরের পদ্ম তালিকা ঘোষণা করল ভারত সরকার। ক্লাসিক্যাল ড্যান্স বিভাগে পদ্মবিভূষণের জন্য মনোনীত হয়েছেন যামিনী কৃষ্ণমূর্তি ও গিরিজা দেবী। প্রবীণ অভিনেতা অনুপম খের, বলিউডের গায়ক উদিত নারায়ণ ও সােবক সিএজি বিনোদ রাই পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। এই সময় জানিয়েছে, এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে আত্মহারা অনুপম খের জানিয়েছেন, এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এছাড়াও পদ্মভূষণ প্রাওয়ার তালিকায় রয়েছে ক্রীড়াব্যক্তিত্ব সানিয়া মির্জা ও সাইনা নেহওয়াল, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানির ইন্দু জৈন ও ভারতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইলের নাম।

এছাড়াও পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা, সিংঘম স্টার অজয় দেবগণ, বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলী, ভোজপুরী গায়িকা মালিনী অবস্থি ও প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকম।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে