মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৪:১৮:০৫

‘জিন এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে’

‘জিন এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের একটি গ্রামের বাড়িঘরে হঠাৎ আগুন, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। আর আগুন লাগলেও তা নিয়ন্ত্রণ করতে পারছে না। আগুন লাগার কোনো রহস্যও উন্মোচন করতে পারছেন না আইন-শৃঙ্খলা বাহিনী। সব কিছুই যেন অন্যরকম রহস্যাবৃত।

এভাবে অনেক বাড়ি আগুনে পুড়ে যাওয়ার পর গ্রামবাসীরা বলছে, 'জিন' এসে বাড়িগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে।মিশরের ওই মিনা সাফোর গ্রামটিতে এখন 'জিন' আতংক ছড়িয়ে পড়েছে।

আগুন আতংকে মিনা সাফোর নামের ওই গ্রামের অনেক পরিবার তাদের বাড়িঘর ফেলে এখন রাস্তায় বসবাস করতে শুরু করেছে। একমাসের কম সময় ধরে ওই বাড়িঘর গুলোয় আগুন লাগতে শুরু করে।

গ্রামবাসীরা বলছে, 'জিন' এসে আগুন লাগিয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পরিষ্কার কিছু জানা যায়নি।

ওই গ্রামের বাসিন্দা এল-সায়িদ শাবান বলছেন, হঠাৎ করে আমরা কালো ধোয়া দেখতে পাই। তখন আমরা জানালার কাচ ভেঙ্গে বেরিয়ে আসি। আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে আগুন নেভাতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই আগুন আয়ত্তে আসেনি। পরে আরো সাতটি বাড়িতে আগুন লাগে।

এটি অবশ্যই শয়তান এবং জিনের কাজ, 'জীন' এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, বলছেন মি. শাবান। তবে এ ধরণের অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসলামিক নেতারা।

কিন্তু বাড়ি ঘরে আগুন লাগার আতংকে গ্রামের বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বাস করতে শুরু করেছেন।

এর আগেও মিশরের আরো কয়েকটি গ্রামে এরকম আগুন লাগার ঘটনা ঘটেছে।
সেসব ঘটনার তদন্ত শেষে কর্তৃপক্ষ ‘অলৌকিক’ কিছুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, পরিবেশগত কারণে এসব বাড়িতে আগুন লেগেছে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে