 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন একই কাপড়ে মার্ক জাকারবার্গের অফিস করার রহস্য বেরিয়ে এসেছে। ফেসবুক চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক পরিবর্তন এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে।
তবে একই রকম আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ।  প্রতিদিনই একই রকম টি-শার্ট গায়ে দিয়ে কাজে বের তিনি।
 
সম্প্রতি পিতৃত্বকালীন ছুটি থেকে কাজে ফিরেছেন জাকারবার্গ।  এ উপলক্ষে তার ওয়্যারড্রবের একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।  ছবিতে দেখা যাচ্ছে, শুধুমাত্র দুই রকমের টি-শার্টই রয়েছে তার।
তার পোশাক-সংক্রান্ত রুচি নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও এর উপযুক্ত কারণও দেখিয়েছেন তিনি।  তার মতে, প্রতিদিন একই রকম পোশাকে তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
 
২০১৪ সালে এ ধরনের প্রশ্নের মুখে পড়েছিলেন জাকারবার্গ।  তখন তিনি জানিয়েছিলেন, ফেসবুক কমিউনিটিকে কীভাবে সবচেয়ে ভালো সেবা দেয়া যায় সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।  
এ কারণেই জীবনকে সাদামাটা রাখতে চান তিনি।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম