মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৭:৩৮

বাংলার টানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের প্রবীর

বাংলার টানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের প্রবীর

আন্তর্জাতিক ডেস্ক : ছোট থেকেই তার পছন্দের বিষয় ছিল বাংলা৷ ভেবেছিলেন বাংলা ভাষা নিয়ে পড়ালেখা করবেন৷ তবে আর্থিক অনটনের জন্য মাধ্যমিক পাশ করার পরই পড়াশোনায় ইতি টানতে হয় তাকে৷ পড়া থামলেও বাংলা ভাষার প্রতি ভালোবাসা কমেনি ভারতের উত্তর ২৪ পরগনার সোদপুরের সুকান্তপল্লির প্রবীর রায়চৌধুরীর৷ সেই টানেই এ বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেলে চালিয়ে বাংলাদেশে আসছেন পানিহাটি পৌরসভার এই কর্মী৷ ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার শহিদ মিনারে এসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে চান তিনি৷ ৩১ জানুয়ারি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন ৪৪ বছর বয়সী প্রবীর৷

সাইকেলে চালিয়ে এটাই তার প্রথম সফর নয়৷ মামা সনত্‍ গঙ্গোপাধ্যায়কে দেখেই সাইকেলে ভ্রমণের সাহস সঞ্চয় করেন তিনি৷ তার কথায়, 'আমার মামা পায়ে হেঁটে সারা ভারত ঘুরেছেন৷ তাকে দেখেই ২০০৩ সালে 'যুদ্ধ নয়, চাই শান্তি চাই,' এই বার্তাকে সামনে রেখে বন্ধু ভোলানাথ দে'কে সঙ্গে নিয়ে সারা ভারত ভ্রমন করেছিলাম৷' এ বার সাইকেলে কেন? প্রবীর বলছেন, 'ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাব, এটা আমার দীর্ঘদিনের ইচ্ছে৷ তবে আমার আর্থিক অবস্থা এতই খারাপ, যে অন্য কোনও যানবাহনে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়৷ সে জন্যই সাইকেল নিয়ে যাচ্ছি৷'

ঘনিষ্ট কয়েকজন বন্ধু ও প্রতিবেশীদের সাহায্য নিয়ে সুকান্তপল্লি থেকে যাত্রা শুরু করছেন তিনি৷ বনগাঁ সীমান্ত দিয়ে যশোর, ফরিদপুর, রাজশাহী, ময়নসিংহ হয়ে ঢাকা পৌঁছবেন তিনি৷ যাওয়ার ইচ্ছে রয়েছে বাংলাদেশের আরো কয়েকটি জায়গায়৷ প্রবীর বলছেন, 'বাংলা ভাষার প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা আমাকে মুগ্ধ করে৷ তাদের এই ভাষা নিয়ে যতটা গর্ব করেন, এমন গর্ব করতে আর কেউকে দেখা যায় না। কারণ তারা একমাত্র ভাষার জন্য যুদ্ধ করা জাতী। সে-কারণেই ওদের ভালোবাসা জানাতে চাই৷'-টাইমস অফ ইন্ডিয়া
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে