আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী মাত্তো রেনজি বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেছেন, এই ইরান বহু বছর ধরে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইতালির রাজধানী রোমে সফররত ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট রুহানি ইউরোপের তিনটি দেশ সফরের অংশ হিসেবে প্রথমে ইতালি গিয়েছিলেন। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু বাস্তবায়ন হওয়ার পর তিনি ইউরোপ সফরে যান।
ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন- সন্ত্রাসবাদ, বর্বরতা ও দুষ্টুচক্রের নানা তৎপরতা যৌথভাবে মোকাবেলায় ইরানের প্রেসিডেন্টের এ সফর বিশেষভাবে কার্যকরী হবে।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘ইরান সবসময় সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অগ্রভাবে ছিল। তবে, সামরিক উপায়ে এ সমস্যার সমাধান হবে না বরং রাজনৈতিক উপায়ে সমাধান খোঁজা দরকার।’ পরমাণু সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রোল মডেল হিসেবে কাজ করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই