বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১০:২৬:৩৮

ইরানি প্রেসিডেন্টের সম্মানে ভাস্কর্য ঢেকে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করল ইতালি

ইরানি প্রেসিডেন্টের সম্মানে ভাস্কর্য ঢেকে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা সংস্কৃতিতে পোশাক আশাক একটু অন্য ধরণের। তাদের সংগ্রহশালা দেখে এর পেছনে দীর্ঘদিনের প্রচলিত ধারার নজির পাওয়া যায়। ইতালিও তার বাইরে নয়। কিন্তু দেশটি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সম্মানে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল। তার সফরকালে সেদেশের কিছু (অশালীন) ভাস্কর্য ঢেকে দেয়া হয়েছে।

ইটালির একটি মিউজিয়ামে বাণিজ্য চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট এবং ইতালির প্রধানমন্ত্রী নিজেদের মাঝে আলোচনা করেন। কিন্তু সেই মিউজিয়ামে কিছু (অশালীন) ভাস্কর্য আছে। সে ভাস্কর্যগুলো দেখে ইরানের প্রেসিডেন্ট বিব্রত হতে পারেন, এমন আশংকায় সেগুলো ঢেকে দেয়া হয়।

অফিসিয়াল নৈশভোজের সময় সেখানে কোমল পানীয় রাখবে না ইতালির সরকার। কারণ ইসলামী রাষ্ট্র ইরানে ধর্মীয় বিধান অনুযায়ী তা পান করা নিষিদ্ধ।

ইরানের প্রেসিডেন্টের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখানোর জন্য ইতালির সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ফ্রান্স সেগুলো অনুকরণ করবে না। বর্তমানে ইউরোপ সফরে থাকা ইরানের প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য ফ্রান্স।

অবরোধ উঠে যাবার পর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে হাসান রুহানি এখন ইউরোপ সফর করছেন।

ইতালির ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসান রুহানি বলেছেন ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল দেশ।

তিনি বলেন, ‘উগ্রপন্থা মোকাবিলার জন্য অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একমাত্র উপায়। বেকারত্ব সন্ত্রাসবাদের জন্ম দেয়।’

ইতালি সফরকালে ইরানের প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিসের সাথেও দেখা করেন। সন্ত্রাসবাদ মোকাবেলায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে কাজ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস। সূত্র: বিবিসি
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে